পবিত্র রমজান মাসে দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত সব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টায় শুরু হবে। আর শেষ হবে বিকেল সাড়ে ৩টায়।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অফিসসূচি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে রমজানে জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত কাজে বিরতি দেওয়ার সিদ্ধান্তও হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ বা ১৯ জুন থেকে শুরু হবে পবিত্র রমজান।
বিডি-প্রতিদিন/ ০১ জুন, ২০১৫/ রশিদা