পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন।
মঙ্গলবার বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টায় বননী কবরস্থানে ছোট ছেলে আরাফাত হোসেন কোকোর কবরে যাবেন। সেখানে তিনি ফাতিহা পাঠ ও দোয়া পড়বেন। এরপর বিকেল ৫টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে সেখানেও তিনি ফাতিহা পাঠ ও দোয়ায় অংশ নেবেন।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৫/মাহবুব