দেশ ও দেশের মানুষকে ভালোবেসে দেশের উন্নয়নে কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। একাডেমীর ৯২ ও ৯৩ তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও দেশের মানুষকে ভালবেসে দেশের উন্নয়নে কাজ করুন। জনগণের সেবা করা সবার দায়িত্ব। মনে রাখতে হবে আমাদের এই বেতন ভাতা সবকিছুই জনগণের শ্রমে ঘামে ভেজা টাকা থেকেই আসছে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক। আমরা ব্যবসা করতে আসিনি। সাধারণ মানুষের জীবন মান যেন উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।
প্রশাসনিক কর্মকর্তারা রুটিন কাজের বাইরে নিজেদের সৃষ্টিশীল ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাবেন বলেও এ সময় আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৫/মাহবুব