ভারতে আটক বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে সেখানকার একটি আদালতে চার্জশিট দাখিল করেছে দেশটির রাজ্য পুলিশ। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বুধবার এ চার্জশিট দাখিল করা হয় বলে জানিয়েছে পুলিশ। বুধবার এনডিটিভি অনলাইন।
শিলং পুলিশের এসপি ভিভেক সায়েম এর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা এম ল্যামহারে বুধবার আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএলএম নংবিরির কাছে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ ৬২ দিন নিখোঁজ থাকার পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে খোঁজ মেলে সালাহউদ্দিনের। এ সময় তার কথা অসংলগ্ন মনে হওয়ায় পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিন সে সময় দাবি করেন, তাকে হাত-মুখ বেঁধে শিলংয়ে ফেলে রেখে যাওয়া হয়েছে।
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট-১৪ ধারায় মামলা দায়ের করে রাজ্য পুলিশ। কিন্তু সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যেতে চান তার স্ত্রী হাসিনা বেগম। তাকে ছাড়িয়ে নিতে জ্যেষ্ঠ আইনজীবী এস পি মোহান্তোকে নিয়োগ দিয়েছেন তিনি। এ জন্য গত ২৮ মে তার জামিন আবেদন করেন হাসিনা বেগম। কিন্তু আদালত তা নামঞ্জুর করে জেলহেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৫/মাহবুব