কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ট্রেনটি উদ্ধার করা হয়। তবে লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ডাবল লাইন থাকায় দুর্ঘটনার কারণে রেল চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।
লাকসাম রেলওয়ে জংশনের লোকোসেড বিভাগের ঊর্ধ্বতন উপ-সহাকারী প্রকৌশলী কাজী মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ২টি বগি নাঙ্গলকোট স্টেশনের ভেতরে ভোর ৪টার দিকে লাইনচ্যুত হয়। লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করে। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন উদ্ধারে দীর্ঘ সময় লাগে বলে তিনি জানান।
এদিকে, চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকেই বিকল্প পথে গন্তব্যে রওয়ানা করেন, কেউ প্লাটফর্মে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন।
বিডি-প্রতিদিন/ ০৪ জুন, ২০১৫/ রশিদা