আগামী ২০১৫-১৬ অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ০ শতাংশ। যা গত বছরের চেয়ে দশমিক ৩ শতাংশ কম।
বৃহস্পতিবার বিকেল তিনটায় জাতীয় সংসদে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ২০১৪-১৫ সালের সম্পূরক ও ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য দেন।
এক বছর আগে চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছিলেন, এ বছর প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ৩ শতাংশ। কিন্তু তা অর্জন করা যায়নি। এপ্রিল পর্যন্ত অর্জিত হয়েছে ৬ দশমিক ৫১ শতাংশ।
এর আগের বছর, ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির হার ধরা হয় ৭ দশমিক ২ শতাংশ। তাও অর্জন করা যায়নি। ওই বছর প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ৬ দশমিক ০১ শতাংশ।
অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, ‘সরবরাহের দিক থেকে শিল্প ও সেবাখাত এবং চাহিদার দিক থেকে ব্যক্তিখাতের ভোগ ব্যয় এবং ব্যক্তি ও সরকারি খাতের বিনিয়োগ ব্যয় হবে এই প্রবৃদ্ধির চালিকাশক্তি। উপরন্তু, রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় এ লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’
বিডি-প্রতিদিন/০৪ জনু, ২০১৫/মাহবুব