অনলাইনে পণ্য কেনাবেচায় মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় মুহিত বলেন, ''অনলাইনে পণ্য এবং সেবা বিক্রয় বা সরবারহ বর্তমানে একটি স্বীকৃত জনপ্রিয় ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত। এক্ষেত্রে বর্তমান মূল্য সংযোজন কর অব্যাহতি না থাকলেও এই সেবাখাতের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা মূসক ব্যবস্থায় বর্তমানে নেই।''
এ ধরনের কার্যক্রমকে মূসকের আওতায় সুনির্দিষ্ট করার লক্ষ্যে চার শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
বর্তমানে বিক্রয় ডটকম, এখানেই ডটকম, এখনই ডটকমের পাশাপাশি ফেইসবুক পেইজের মাধ্যমেও অনেকেই অনলাইনে পণ্য বিক্রি করছে। কেউ কেউ আবার অনলাইনে বিক্রিত পণ্য অতিরিক্ত চার্জ ছাড়া বাসায় পৌঁছে দিচ্ছে।
বিডি-প্রতিদিন/০৪ জুন ২০১৫/ এস আহমেদ