সামাজিক সুরক্ষার আওতায় নতুন বাজেটে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী উপকারভোগীদের সংখ্যা বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই প্রস্তাব উপস্থাপন করেন।
অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ২৭ লাখ ২৩ হাজার থেকে বাড়িয়ে ৩০ লাখ এবং বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতাভোগীর সংখ্যা ১০ লাখ ১২ হাজার থেকে বাড়িয়ে ১১ লাখ ১৩ হাজার করা হবে।
এছাড়া অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৪ লাখ থেকে ৬ লাখে, প্রতিবন্ধী শিক্ষার্থী উপবৃত্তির সংখ্যা ৫০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজারে উন্নীত করার প্রস্তাব করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা এবং কর্মজীবী ল্যাকটেটিং ভাতাভোগীর সংখ্যা শতকরা ২০ভাগ বৃদ্ধি করা হবে। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির হারও বাড়ানো হবে।
বিডি-প্রতিদিন/০৪ জুন ২০১৫/ এস আহমেদ