ভোলার মনপুরার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান আজ রবিবার চতুর্থ দিনে গড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন। রবিবার ভোর থেকে উদ্ধার অভিযানে কোস্টগার্ড ও পুলিশের পাশাপাশি রয়েছে নিখোঁজদের পরিবারের সদস্যরাও।
কোর্স্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট খালিদ হাসান জানান, শনিবার রাতভর অভিযানের পর রবিবার ভোর থেকে কোস্টগার্ডের আরেকটি ইউনিট উদ্ধার অভিযানে নেমেছে। এ অভিযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, মনপুরা উপজেলার মেঘনা নদীর সীমান্তে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে ৬০ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৪৭ যাত্রীকে।
বিডি-প্রতিদিন/১৪ জুন ২০১৫/ এস আহমেদ