পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিকের মামলার রায় দেওয়া হবে যেকোনো দিন। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত।
মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ রবিবার আসামিপক্ষে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করেন তার আইনজীবী আব্দুস সালাম খান। গত ২ জুন শুরু করে তিন কার্যদিবসে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করলেন তিনি।
এর আগে গত ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত তিন কার্যদিবসে ফোরকানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।
উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া শেষ হলে আইন অনুসারে মামলাটি সিএভি রেখেছেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
গত ১৯ জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ফোরকান মল্লিকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা সত্য রঞ্জন রায়সহ রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষী।
বিডি-প্রতিদিন/১৪ জুন ১৫/নাবিল