নৌবাহিনীর ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন। রবিবার জাতিসংঘের একটি বিশেষ বিমানে তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ২০ জুন নৌবাহিনীর আরও সমান সংখ্যক সদস্য লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নৌবাহিনীর ২৮০ জন সদস্য লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৬ (ইউনিফিল) এ যোগ দেবেন। তারা লেবাননে মোতায়েন করা নৌবাহিনীর জাহাজ আলী হায়দার ও নির্মুলে কাজ করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম সিরাজুল্লাহ বিমানবন্দরে উপস্থিত থেকে লেবাননগামী নৌ সদস্যদের বিদায় জানান। এসময় তিনি সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে নৌবাহিনী ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌ সদস্যদের প্রতি আহ্বান জানান। এতে পদস্থ নৌ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সূত্রমতে, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওসমান ও মধুমতি ২০১০ সালে প্রথমবারের মত ভূমধ্যসাগরে মাল্টি ন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের আওতায় লেবাননে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। পরবর্তীতে ২০১৪ সালে জাহাজ দুটির প্রতিস্থাপক হিসেবে বানৌজা ‘আলী হায়দার’ ও ‘নির্মুল’ লেবাননে শান্তিরক্ষা মিশনে যোগ দেয়।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন, ২০১৫/ রশিদা