বাংলাদেশের সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার আমন্ত্রণে দুই দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকা আসছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবির সিং সুহাগ।
সোমবার বিকেল ৫টায় ভারতীয় সামরিক বাহিনীর বিশেষ বিমানে তিনি কুর্মিটোলা বিমানঘাঁটিতে অবতরণ করবেন।
রবিবার ভারতীয় হাইকমিশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশ সফরকালে চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে প্যারেড পরিদর্শনসহ বিভিন্ন বৈঠকে অংশ নেবেন দলবির সিং সুহাগ। দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে উভয় দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসছেন।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৫/মাহবুব