আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নতুন রেজিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা জজ পদমর্যাদার বিচারক মো. শহিদুল ইসলাম ঝিনুক। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস, মোহাম্মাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে মহামান্য রাষ্ট্রপতি আদেশে বার্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত পদে নিয়োগ করা হল। তিনি যেন আগামী ২২ জুন বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করেন। তিনি বর্তমানে ঢাকার-৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হিসেবে কর্মরত আছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন, ২০১৫/ রশিদা