প্রখ্যাত ও স্বনামধন্য শিল্পী-সাহিত্যিকদের কাজের স্বীকৃতি ও জাতীয়ভাবে সম্মান প্রদানের জন্য রাষ্ট্রীয়ভাবে ভিআইপি কার্ড দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রাষ্ট্রীয়ভাবে ব্যবসায়ীদেরকে দেওয়া সিআইপি সম্মাননার মতো এ সম্মাননা দেওয়ার জন্য মন্ত্রণায়লয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মৃণাল কান্তি দাস, তারানা হালিম বৈঠকে অংশ নেন। তথ্য সচিব মরতুজা আহমদ, পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবদুল মান্নান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন্নাহার এবং ডিএফপির মহাপরিচালক মো. লিয়াকত আলী খান বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সূত্র জানায়, কমিটি গণযোগাযোগ অধিদপ্তরের (ডিএমসি) শুন্য পদ দ্রুত পূরণ সুপারিশ করে। একইসঙ্গে দেশের ৬৪টি জেলা ও ৪টি উপজেলায় গণযোগাযোগ অধিদপ্তরের আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের সুপারিশ করা হয়। এছাড়া কমপ্লেক্সকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও চলচ্চিত্র শিল্প বিকাশের হাব (কেন্দ্র) হিসেবে প্রতিষ্ঠার সুপারিশ করে কমিটি।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন, ২০১৫/ রশিদা