ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট চুক্তির প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বন্ধুত্ব ভাল, কিন্তু দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কারও সঙ্গে বন্ধুত্ব হয় না। সে বন্ধুত্ব আমরা চাইও না। সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ককে বলে বন্ধুত্ব। অন্যথায় সেটা হয়ে যায় দাসত্ব।
রবিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশে যে শাসন চলছে তা বাকশালও নয়। দেশে রাজতন্ত্র ও এক পরিবারের শাসন চলছে। দেশের মানুষ ভাত পাক বা না পাক, ওই পরিবারের নিরাপত্তা থাকতেই হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এ দল যতোদিন ক্ষমতায় থাকবে ততোদিন দেশের অবস্থা আরও খারাপের দিকে যাবে। প্রতিদিন শুধু নির্যাতনের খবর পাওয়া যায়। মায়ের সামনে মেয়ের ওপর নির্যাতন, ভাইয়ের সামনে বোনের উপর নির্যাতন। এসবের কোনো প্রতিকার নেই।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র যদি হয়, আমাদের সুন্দরবন শেষ হয়ে যাবে। কিন্তু দলীয় এবং নিজেদের লোকজনের স্বার্থের কথা মাথায় রেখে ওখানেই তারা বিদ্যুৎ কেন্দ্র করতে যাচ্ছে। আর এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ কারা করছে, তা তো আপনারা জানেনই।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৫/মাহবুব