একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধ মামলার আসামি শরীয়তপুরের সোলায়মান মোল্যা ওরফে সলেমান মৌলভিকে (৮৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপরে শরীয়তপুর থেকে আনার পর তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। এর আগে রবিবার (১৪ জুন) রাতে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে সলেমান মৌলভিকে গ্রেফতার করে পুলিশ।
২০১০ সালে শরীয়তপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারের দায়ের করা যুদ্ধাপরাধ মামলার প্রধান আসামি সলেমান মৌলভি।
রবিবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ফ্যাক্সের মাধ্যমে শরীয়তপুরের পুলিশ সুপার কার্যালয়ে সলেমান মৌলভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়। এরপর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া, কাশাভোগ, মানোহর বাজার, মধ্যপাড়া, ধানুকা, রুদ্রকরসহ হিন্দু প্রধান এলাকাগুলোতে ব্যাপক অগ্নিসংযোগ ও হামলা চালান। মাদারীপুরের এআর হাওলাদার জুট মিলে রাজাকার হিসেবে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেন। তাদের সহায়তায় পাকিস্তানি সেনারা এলাকার কয়েকশ’ নারী-পুরুষকে গুলি করে হত্যা করে। নারীদের হত্যার আগে ক্যাম্পে ধরে নিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৫/ এস আহমেদ