দেশের তৈরি পোশাক শিল্পের জন্য অ্যাকোর্ড-অ্যালায়েন্স এখন গলার ফাঁস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘ক্রেতাদের আস্থা অর্জনের জন্য বাংলাদেশে ইউরোপিয়ান ক্রেতাদের সংগঠন অ্যাকোর্ড এবং উত্তর আমেরিকার ক্রেতাদের সংগঠন অ্যালায়েন্সকে স্বাগত জানানো হয়েছিল, কিন্তু তাদের কর্মকাণ্ড এখন তৈরি পোশাক শিল্পের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘ডান্ডা মেরে ঠাণ্ডা করে দেওয়ার মতো; তৈরি পোশাক শিল্পে আমরা এগিয়ে যাচ্ছিলাম, এটা যেন না হয় তাই এই উদ্যোগ। অযাচিত হস্তক্ষেপ তারা কোনোভাবেই করতে পারেন না। এদের থামাতে হবে।
মতবিনিময় সভায় বিজিএমইএ সভাপতি মোঃ আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৫/মাহবুব