সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক মন্ডল ওরফে জল্লাদ খালেককে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাত সোয়া ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মাদ্রাসায় জামায়াতের গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাওলানা আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ও সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন হত্যা, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হত্যাসহ ১৫টি মামলার আসামি।
তার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি জামিনে বের হয়ে ফের সাতক্ষীরা জেলাকে অশান্ত করার চক্রান্ত শুরু করে খালেক মন্ডল।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে খলিলনগর মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে গোপন বৈঠকরত জামায়াত নেতারা পুলিশকে লক্ষ করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ মাওলানা আব্দুল খালেক মন্ডলকে গ্রেফতার করে।
এ সময় পুলিশ তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/১৬ জুন ২০১৫/এস আহমেদ