মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখার পর শুরু হতে যাচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর আপিল মামলার শুনানি।
আজ মঙ্গলবারের (১৬ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য আপিল মামলাটি ৬ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগে এ শুনানি চলবে।
বিএনপির সাবেক এ সংসদ সদস্যকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিডি-প্রতিদিন/১৬ জুন ২০১৫/এস আহমেদ