মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া অবৈধ অভিবাসী প্রত্যাশীদের মধ্যে আরো ৩৭ বাংলাদেশিকে সনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। এ নিয়ে উদ্ধার ২০৮ জনের মধ্যে দুই দফায় ১৮৭ জন বাংলাদেশি হিসেবে চিহ্নিত হলো। বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান জানান, সনাক্ত হওয়া ৩৭ জন বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।
দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার বা বৃহস্পতিবার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত আনার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
২১ মে মিয়ানমার উপকূলে একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের পর এর মধ্যে ২০০ জন বাংলাদেশি রয়েছে বলে দাবি করে মিয়ানমার। উদ্ধারকৃতদের পরিচয় যাচাই-বাছাই করে তাদের মধ্য থেকে ১৫০ জনকে বাংলাদেশি সনাক্ত করে ৮ জুন দেশে ফিরিয়ে আনে বিজিবি।
২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে ৭২৭ জনকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী, যাদের রোহিঙ্গা ও বাঙালি বলে খবরে বলা হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন ২০১৫/শরীফ