লেবার পার্টির নবনির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিকের উদ্বোধনী বক্তব্য শুনতে ফের হাউস অব কমন্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা আড়াইটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ভাগনি টিউলিপ বক্তব্য রাখবেন।
উস অব কমন্সের ভিআইপি গ্যালারিতে বসে সফরসঙ্গী ও বোন শেখ রেহানাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিয়ে টিউলিপের বক্তব্য শুনবেন প্রধানমন্ত্রী।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের রেওয়াজ অনুযায়ী, প্রথমবার নির্বাচিত এমপিরা উদ্বোধনী বক্তৃতা দিয়ে থাকেন। সংক্ষিপ্ত এই বক্তৃতায় মূলত সিনিয়র এমপিদের প্রশংসা ও নিজ নির্বাচনী এলাকার অনুকূলে বক্তব্য রাখা হয়। সাধারণত এ বক্তব্য বিতর্কহীন ও সৌজন্যমূলক।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন ২০১৫/শরীফ