একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী টানা ২৪ ঘণ্টার হরতাল বুধবার সকাল ৬টায় শুরু হয়েছে। চলবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত।
এর আগে, মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্টের আপিল বিভাগ।
এরপরই দুপুর ১২টায় ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করে বিবৃতি দেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান প্রভৃতি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে, জামায়াতের ডাকা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন স্থানে ১৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৮ প্লাটুন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৫/মাহবুব