স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দেশের বিশিষ্ট ২৫ নাগরিককে হত্যার হুমকিদাতাদের চিহ্নিত করে শিগগিরই বিচারের আওতায় আনা হবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ওই বিশিষ্ট নাগরিকদের মধ্যে তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও রয়েছেন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হঠাৎ করে এরা হুমকি দেয়নি। অনেক আগে থেকেই হুমকি দিচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশের ২৫ নাগরিককে হত্যার হুমকিদাতাদের শিগগিরই চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। অরপদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্য বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা দিতে গোয়েন্দারা অপ্রকাশ্যে নিরাপত্তার ব্যবস্থা দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, সম্প্রতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ দেশের বিশিষ্ট ২৫ নাগরিককে হত্যার হুমকি দেয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-১৩।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন, ২০১৫/রোকেয়া।