৩৫তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার একথা জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা।
এছাড়া, পরীক্ষার হল এবং বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।
গত ৬ মার্চ নতুন নিয়মে এবার সর্বোচ্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়। এরই দু'দিন পর গত ৮ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হয় ২০ হাজার ৩৯১ জন।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৫/মাহবুব