রোজা শুরুর আগে দেশবাসী ও বিশ্বের মুসলমান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে বৃহস্পতিবার বিএনপি নেত্রী বলেন, ''পবিত্র এই মাসের প্রারম্ভে আমি মুসলিম উম্মাহসহ দেশবাসীর প্রতি মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি ও সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়।''
বাংলাদেশে বৃহস্পতিবার রাতে সেহেরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার হবে প্রথম রোজা।
রোজার প্রথম দিন ইস্কাটন লেডিস ক্লাবে এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করার কথা রয়েছে বিএনপি নেত্রীর।
রোজা মানুষকে 'হিংসা-বিভেদ, অন্যায়-অবিচার ও লোভ-লালসা থেকে' বিরত থাকার 'এক মহান শিক্ষা' দেয় উল্লেখ করে বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ''এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের ব্রতী হতে হবে।''
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৫/ এস আহমেদ