কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর নতুন প্রেসসচিব ইহসানুল করিম। যুক্তরাজ্য সফর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দিনই কাজে যোগ দিলেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন নতুন প্রেস সচিব। এ সময় তিনি সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গত সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে নিয়োগ পান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম, যিনি গত দুই বছর রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্বে ছিলেন।
নতুন দায়িত্বে তিনি এ কে এম শামীম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
ইহসানুল করিমকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগের পর শামীম চৌধুরীকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৫/ এস আহমেদ