সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের শর্তহীনভাবে অন্তর্ভুক্ত করা না হলে ওইদিন থেকেই বরিশালের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে অবিরাম ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল আঞ্চলিক কমিটি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের আঞ্চলিক আহ্বায়ক অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল এই ঘোষণা দিয়ে বলেন, যেদিন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে-স্কেল অনুযায়ী বেতন ভাতা পাবেন, সেদিন থেকেই বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের শর্তহীনভাবে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন ভাতা দিতে হবে। এর অন্যথায় হলে অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ-মাদ্রাসায় তালা ঝুলিয়ে অবিরাম ধর্মঘট পালন করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ হাবুল আরও বলেন, শিক্ষক-কর্মচারীরা কঠোর অবস্থানে যেতে চায় না বলেই বিভিন্ন পর্যায়ে আন্দোলন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মহলে এই বার্তা পৌঁছে দিতে চান। সরকার অনতিবিলম্বে তাদের দাবী মেনে নেবেন বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মজিবুর রহমান খান, গৌরাঙ্গ চন্দ্র কুন্ড ও অধ্যক্ষ আমিনুর রহমান খোকনসহ অন্যারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশে বে-সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার সংখ্যা ৩৫ হাজার ৬৩৭। এসব প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় ৫ লাখ ৭০ হাজার শিক্ষক-কর্মচারী।
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৫/ এস আহমেদ