পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বর্ষা মৌসুমে মাছ ধরার এলাকা নির্বিঘ্ন করতে স্থানীয় দুষ্কৃতকারী, জেলেরাই সুন্দরবনে আগুন লাগিয়েছিল। তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে টেবিলে উত্থাপিত এস এম মোস্তফা রশিদীর (খুলনা-৪) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মোস্তফা রশিদী মন্ত্রীর কাছে সম্প্রতি সুন্দরবনে বার বার অগ্নিকাণ্ড হওয়ার কারণ উৎঘাটন সম্ভব হয়েছে কি না, জানতে চান। সাংসদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'হ্যাঁ, হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে মাছ ধরার এলাকা নির্বিঘ্ন করার জন্য স্থানীয় জেলে বা দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়েছিল বলে তদন্তে পাওয়া গেছে।'
তিনি বলেন, সুন্দরবনে যারা আগুন লাগানোর জন্য দোষী সাব্যস্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দু'জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। এ ছাড়া কর্তব্যে অবহেলার জন্য চারজন বনকর্মীকে সাময়িক চাকরিচ্যুত করা হয়েছে।
এ কে এম মাঈদুল ইসলামের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের ওপর স্থানীয় মানুষের নির্ভরশীলতা হ্রাস পাবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ