আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহামুদ।
শনিবার বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা বিএনপি আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
শওকত মাহামুদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। আর এভাবেই নির্বাচন সহায়ক সরকারও প্রতিষ্ঠা করা হবে। এ সরকারের অধীনে যে নির্বাচন হবে, সে নির্বাচনে ধানের শীষের জোয়ার বয়বে। এসময় তিনি গণতন্ত্র পুণরুদ্ধারের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশিদ হারুন, বিএনপির জাতীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জাতীয় কমিটির সহ-উপ-জাতীয় বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মনিষ দেওয়ান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিন্দ্র লাল চাকমা প্রমুখ।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২০১৭/আরাফাত