খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। যারা উন্নয়ন থামিয়ে দিতে চায়, যারা জঙ্গিবাদের জন্মদাতা ও মদদদাতা, যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, তাদেরকে কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। খালেদা জিয়া নাকি ভিশন-২০৩০ ঘোষণা করবেন, এটা নুতন একটা ধাপ্পাবাজি। এই ধাপ্পাবাজি করে জনগণকে আর ভোলানো যাবে না। আজ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ আয়োজিত এক আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, তারা (বিএনপি) লেভেল প্লেয়িং ফিল্ডের নামে সন্ত্রাসীদের অবাধে বিচরণের সুযোগ চাচ্ছে। অন্যদিকে গোপনে ২০১৩-১৪ সালের মতো সন্ত্রাস করার ছক কিন্তু তারা তৈরি করছে। আমরা আশা করি এরা (বিএনপি) আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা যদি নির্বাচনে না আসেন তবে তোষামোদ করে নির্বোচনে আনার প্রশ্নই উঠে না।
সভায় প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার