ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দিবাগত রাত পৌনে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে, গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থান অবনতি হলে গত দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার এক কন্যা অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি ঢাকায় এলে এনপিপির এই শীর্ষ নেতার দাফন হবে।
আগামীকাল সোমবার বাদ আসর প্রথম জানাযা হবে বায়তুল মোকাররম মসজিদে। এরপর দ্বিতীয় জানাযা হবে বনানী করবস্থানে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব