ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রাপুর হঠাৎপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। ওই বাড়িতে আত্মঘাতী হামলায় ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। এ ঘটনায় সিসিটিসি ইউনিটের একজন ডিসিসহ ২ জন আহত হয়েছেন।
সোমবার সকাল থেকে এ জঙ্গি অভিযান শুরু করে সিসিটিসি ইউনিট।
মহেশপুর উপজেলার বজরাপুর হঠাৎপাড়া গ্রামে আরেকটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সদস্যরা। অভিযান চলাকালে ‘আত্মঘাতী’ হামলায় ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।
শনিবার রাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে হঠাৎপাড়া গ্রামের জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রোববার সকাল থেকে সেখানে অভিযান শুরু করে সিসিটিসি ইউনিট।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৭/হিমেল