চট্টগ্রামের বিশিষ্ট সংগীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দী মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
ওস্তাদ মিহির নন্দী ১৯৪৫ সালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধকালে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন কণ্ঠ সৈনিক ছিলেন। তার মরদেহ আজ রোববার সকাল ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। সেখানে তাকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর চট্টগ্রামের অভয়মিত্র ঘাট শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
ওস্তাদ মিহির নন্দী ছিলেন দেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী ও শিক্ষক। বিশুদ্ধ সংগীত চর্চার পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের খণ্ডকালীন শিক্ষক, বাংলাদেশ বেতার, টেলিভিশনের বিশেষ শ্রেণির শিল্পী, সুরকার ও বিচারকমণ্ডলীর সদস্য ছিলেন।
সংগীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার গত বছর ওস্তাদ মিহির নন্দীকে রাষ্ট্রীয় শিল্পকলা পদকে ভূষিত করেন।
বিডি প্রতিদিন/০৭ মে ২০১৭/এনায়েত করিম