বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আরও এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত।
আজ রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আগামী রবিবার বিষয়টি শুনানির জন্য আবারো কার্যতালিকায় আসবে।
গত ১৩ এপ্রিল মওদুদ আহমদের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ওই মামলার বিচার কার্যক্রম আজ রবিবার (৭ মে) পর্যন্ত স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে প্রেরণ করে।
এর আগে ১২ এপ্রিল মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট। গত বছরের ১ ডিসেম্বর মওদুদ আহমদের করা এক ফৌজদারি রিভিশন আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম ৮ সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেন আদালত। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন।
বিডি প্রতিদিন/০৭ মে ২০১৭/এনায়েত করিম