ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের জঙ্গি আস্তানায় অভিযান শেষ ঘোষণা করা হয়েছে। এ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন Subtle Split। রবিবার রাত ৯টার দিকে মহেশপুর থানায় প্রেস ব্রিফিং করে খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ এ ঘোষণা দেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামীকাল সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় অভিযান শুরু করা হবে। বজরাপুর জঙ্গি আস্তানা থেকে সর্বশেষ ২টি পিস্তল ও ৪টি বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া পুলিশ সুবিধামত সময়ে নিহত ২ জঙ্গির লাশ উদ্ধার করবে। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ৪টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা মহেশপুরের বজরাপুর গ্রামে পৌঁছে জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে। এরপর জঙ্গি আস্তানার আশপাশের বাড়ি থেকে সকল লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়। এছাড়া জেনারেটর দিয়ে এলাকায় লাইটিং করা হয়। অভিযানে কাউন্টার টেররিজম ও বম্ব ডিসপোজাল ইউনিটের এডিসি সাইফুল ও মান্নান উপস্থিত ছিলেন।
এদিকে অভিযান শেষ করার আগে সন্ধ্যার পর পুলিশের পক্ষ থেকে স্থানীয় লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের অনেকেই গরু, ছাগল নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে থাকেন।
সন্ধ্যা ৭টার দিকে বজরাপুরের জঙ্গি আস্তানায় বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। বোমার শব্দে এলাকা কেঁপে ওঠে। রাত ৮টা পর্যন্ত এরপর আরও ৩টি বোমার বিস্ফোরণ ঘটে।
সর্বশেষ খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মেদ জানান, নিরাপত্তার কথা ভেবে রাতের বেলা লেবুতলা গ্রামের অভিযান স্থগিত করা হয়েছে। তবে ওই গ্রামের জঙ্গি আস্তানাটি পুলিশ এবং কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা কর্ডন করে রেখেছে। সকাল হওয়ার সাথে সাথেই সুবিধামতো সময়ে ওই আস্তানায় অভিযান শুরু করা হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ