সাভারের আশুলিয়া থেকে ইমরান ও রফিক নামে নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, আটকরা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির রাসায়নিক সরবরাহ করতেন। তাদের কাছ থেকে বিপুল বিস্ফোরক ও আইইডি তৈরির সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে দুপুর ১২টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৭/এনায়েত করিম