পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের মানিকগঞ্জ অংশে শুক্রবার সকাল থেকে কয়েকশ’ যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। মাওয়া ফেরিঘাটে যানবাহন পারাপার বিঘ্নিত হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, সকালে হঠাৎ করেই চাপ বেড়ে যায়। যার ফলে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পারের জন্য কয়েকশ’ যানবাহন অপেক্ষমান রয়েছে।
এক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানগুলো আগে পার করা হচ্ছে বলেও জানা তিনি।
বর্তমানে এই রুটে ১৪টি ফেরি চলাচল করছে।
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ