যার হাত ধরে বাংলা গানে পাশ্চাত্যের ঢং লেগেছিল, বিশ্ব সংগীতে বাংলা গান খুঁজে পেয়েছিল নতুন মাত্রার আশ্রয়। বাংলাদেশের পপ সংগীতের অগ্রদূত হিসেবে বলা হয় 'পপগুরু'। সেই 'পপগুরু' খ্যাত বাংলা পপ সঙ্গীতের পথিকৃৎ আজম খান পাচ্ছেন মরণোত্তর একুশে পদক।
সংগীতে (শিল্পকলা) অবদানের স্বীকৃতি হিসেবে এবার তাকে এই পদক দেয়া হচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকের জন্য তিনিসহ মনোনীত ২১ জনের নাম ঘোষণা করেছে।
একাধারে আজম খান ছিলেন সঙ্গীত শিল্পী, গিটারিস্ট ও গীতিকার। আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে-‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল দুলাল’, ‘অনামিকা চুপ’, ‘সারা রাত’ ইত্যাদি।
প্রতিভাবান সাহসী, নিরহঙ্কার, মুক্তিযোদ্ধা, সংগীত শিল্পী ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে পরাজিত হন গত ২০১১ সালের ৫ জুন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
প্রসঙ্গত, আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দেবেন।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত