নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে আল-নুর মসজিদে ব্রেন্টন ট্যারান্ট নামে এক বন্দুকধারীর হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে জাকারিয়া ভূঁইয়া ও ওমর ফারুকের মরদেহ দেশের উদ্দেশে রওনা দেয়।
জাকারিয়া পেশায় ওয়েল্ডার ছিলেন। অন্যদিকে ওমর ফারুক স্টিলের অবকাঠামো নির্মাণের কাজ করতেন।
নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান অনু জানান, বাংলাদেশ সময় আজ রাতে তাদের মরদেহ দেশে পৌঁছানোর কথা। এছাড়া নিহত আরেক বাংলাদেশি ডা. মোজাম্মেল হকের লাশ দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের বিমানে করে পাঠানো হবে। তবে ফ্লাইটটি দুবাই হয়ে আসায় তার মরদেহ বুধবার দেশে পৌঁছাবে।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে নির্বিচারে গুলি চালায় অস্ট্রেলিয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট। ওই ঘটনায় ৫০ জন নিহত হয়। আহত হয় আরো অর্ধশত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন