ডিনামাইট দিয়ে বিজিএমইএ ভবন উড়িয়ে দিতে প্রস্তুত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এই প্রস্তুতির কথা বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন রাজউকের নির্বাহী মাজিস্ট্রেট জেসমিন আক্তার।
আজ দুপুর সাড়ে ১২ টায় বিজিএমইএ ভবন প্রাঙ্গণে আলাপকালে জেসমিন আক্তার বলেন, ভবন থেকে যেসব প্রতিষ্ঠান এখনো মালামাল সরিয়ে নেয়নি তাদের কিছুটা সময় দেয়া হচ্ছে৷ এসব প্রতিষ্ঠান মালামাল সরিয়ে নেয়ার পর আজই ভবনটির গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব ধরণের সেবার সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ভবনটি ডিনামাইট দিয়ে ভাঙ্গতে সকল প্রস্তুতি রাজউক সম্পন্ন করেছে। যদিও এখনো রাজউকের হাতে এ ভবন ভাঙ্গতে তিন মাস সময় আছে।
প্রসঙ্গত, বাংলাদেশে এই প্রথম ডিনামাইট ব্যবহার করে ভবন ভাঙ্গার প্রস্তুতি নিয়েছে রাজউক। এ পক্রিয়ায় ভাঙ্গা হলে মুহুর্তেই ধুলায় পরিণত হবে বিজিএমইএ ভবনটি।
এর আগে, আজ সকালে বিজিএমইএ’র ভবনটি ভেঙে ফেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন