ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি রাজধানীর পাঁচ স্টেশনে একযোগে শুরু হয়েছে বুধবার। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও প্লাটফর্মগুলোতে ভিড় করেছেন টিকেট প্রত্যাশীরা।
সকাল থেকেই প্রত্যাশিত টিকেটের জন্য ভিড় দেখা যায় নগরীতে রেলের অগ্রিম টিকেট বিক্রির জন্য নির্ধারিত ৫টি স্টেশন ও বুথে। দীর্ঘ লাইনে কেউ খুব ভোরে, আবার কেউ গেল রাত থেকেই অপেক্ষা করছেন। টিকেটের জন্য সবচেয়ে বেশি ভিড় রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে দেয়া হচ্ছে রাজশাহী, দিনাজপুরসহ সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকেট।
চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকেটের জন্য ভিড় রয়েছে বিমানবন্দর রেলওয়ের স্টেশনেও। এছাড়া তেজগাঁও থেকে ময়মনসিংহ ও জামালপুর, বনানী থেকে নেত্রকোণাগামী ও ফুলবাড়িয়ার পুরাতন রেলওয়ে স্টেশন থেকে বিক্রি হচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকেট।
এদিকে, কমলাপুরে আইন-শৃঙ্খলা রক্ষা ও কালোবাজারি রোধ করতে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আর্মড পুলিশ ও র্যাব সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম