Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২২ আগস্ট, ২০১৯ ০৪:৫৬
আপডেট : ২২ আগস্ট, ২০১৯ ০৪:৫৯

সীমান্ত ইস্যুতে শিলংয়ে বৈঠক শেষে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

সীমান্ত ইস্যুতে শিলংয়ে বৈঠক শেষে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল
সংগৃহীত ছবি

ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অভিন্ন সীমান্ত সমস্যা নিয়ে বাংলাদেশ ও ভারতের ডিসি-ডিএম বৈঠক শেষে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশে ফিরেছে বাংলাদেশের ৫২ সদস্যের প্রতিনিধি দল। ভারতের ডাউকী চেকপোস্ট দিয়ে বাংলাদেশের তামাবিল চেকপোস্ট হয়ে তারা সবাই দেশে ফেরেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে জামালপুর, কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও সিলেট- এই ৭ জেলার জেলা প্রশাসক, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিজিবি, পানি উন্নয়ন বোর্ড, কাস্টমস, ভূমি জরিপ ও নারকোটিকস বিভাগের ৫২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। নেতৃত্ব দিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক আহমেদুল কবির। 

অপরদিকে, ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী জেলা ইস্ট খাসি হিলস, সাউথ ওয়েস্ট খাসি হিলস, ওয়েস্ট জয়ন্তিয়া হিলস, ইস্ট জয়ন্তিয়া হিলস, ওয়েস্ট গারো হিলস, সাউথ ওয়েস্ট গারো হিলস এবং সাউথ গারো হিলস-এই ৭ ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের ৩২ জনের মতো কর্মকর্তা অংশগ্রহণ করেন। নেতৃত্ব দেন ইস্ট খাসি হিলসের ডিপুটি কমিশনার এম ওয়ার নগোবরী, আইএএস। 

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন মেঘালয় রাজ্য সরকারের এডিশনাল চিফ সেক্রেটারি আর ভি সাচহিয়াং। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য