শিশুরা যাতে বিপথগামী না হয় সেজন্য অভিভাবকদের বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে শিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনা বৃদ্ধিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার সুপারিশ করেছে কমিটি। এজন্য গণমাধ্যমকে এ কাজে সম্পৃক্ত করে প্রচারণা চালাতে মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ চুমকী। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা, এ.এম. নাঈমুর রহমান, মো. আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান বৈঠকে অংশ নেন।
কমিটি সূত্র জানায়, অনেক উপজেলায় উপজেলা মহিলা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। নানা অজুহাতে তারা মহিলা বিষয়ক অধিদফতরে সংযুক্তি নিয়ে দীর্ঘদিন সেখানে দায়িত্ব পালন করছেন। এতে উপজেলা পর্যায়ে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সংযুক্তি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে পদায়নের সুপারিশ করে কমিটি।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, মহিলা বিষয়ক অধিদফতরে সংযুক্তি নিয়ে দীর্ঘদিন কর্মরতদের প্রত্যাহার করে যে সব উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা পদ শূন্য রয়েছে, সেখানে তাদের পদায়নের সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব