৭ নভেম্বর, ২০১৯ ১৪:২৪

অবৈধ বিদেশিদের নিজ খরচে ফেরত পাঠাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

অবৈধ বিদেশিদের নিজ খরচে ফেরত পাঠাবে বাংলাদেশ

প্রায় ১১ হাজার অবৈধ বিদেশি নাগরিককে শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এসব অবৈধ বিদেশিদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

যাদের ভিসার মেয়াদ শেষ হলেও বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছে। এসব নাগরিকদের নিজ দেশের দূতাবাসকে তাদের ফিরিয়ে নেয়ার জন্য সরকার থেকে অনুরোধ জানালেও ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট দূতাবাসগুলো। তাই সরকারি অর্থ বরাদ্দ নিয়ে নিজেদের উদ্যোগেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী এসব নাকরিকের সংখ্যা প্রায় ১১ হাজার বলেও বৈঠকে জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর