আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ১২তম সম্মেলন আজ। বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন হাজার হাজার নেতাকর্মী।
দীর্ঘ সাত বছর পর আজ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের প্রথম অধিবেশনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন, শোক প্রস্তাব পাঠসহ প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য শেষে দেওয়া হবে দুপুরের বিরতি। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় (কাউন্সিল) অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল