বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন এবং মারা গেছেন ৫ জন। এছাড়াও করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন।
এদিকে, করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
এর আগে, করোনা সতর্কতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পরীক্ষা আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন