বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসা প্রশাসন অনুষদের উদ্যোগে গত শনিবার 'অনলাইন হায়ার অ্যাডুকেশন ইন বাংলাদেশ : প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস'' শীর্ষক ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এই কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।
ব্যবসা প্রশাসনের ডীন প্রফেসর রনজিত কুমার দে'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক্সের অধ্যাপক ও এমবিএ ডিরেক্টর প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী, মালয়েশিয়ার বাইনারী ইউনিভার্সিটি’র বাইনারী গ্র্যাজুয়েট স্কুলের ডীন ড. আসিফ মাহবুব করিম, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি’র স্কুল অব মার্কেটিং-এর সিনিয়র লেকচারার ড. ফজলুল রব্বানী, যুক্তরাজ্যের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট ড. লুৎফুর রহমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার।
স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের কোঅর্ডিনেটর ও কনফারেন্স-এর আহ্বায়ক ড. মো. সরওয়ার উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের আইকিউ এসি’র ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্ত্রীর সঞ্চালনায় কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফ্যাকাল্টিগণ অবজারভার হিসেবে অংশ নেন। তাছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরাও অংশগ্রহন করেন।
ড. সেলিম প্রবন্ধে বর্তমান বাংলাদেশে অনলাইনে হায়ার আডুকেশনের সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জসমূহের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। আলোচনাকালে তিনি বলেন, বর্তমান বিশ্বে উচ্চ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে অনলাইনের ব্যবহার অনস্বীকার্য। তাছাড়া বর্তমানে কোভিড-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে সবাই এর প্রয়োজনীয়তা অনেক গভীরভাবে উপলব্ধি করছে। এ অনলাইন শিক্ষা পরিচালনার ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধাও রয়েছে।
তবে সরকার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ অন-লাইনে উচ্চ শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নেয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান অতিথি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বর্তমান এ কঠিন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ক্যাম্পাস বন্ধ থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা, দক্ষতা অর্জন, গবেষণা সবই চলছে। তিনি শিক্ষার্থীদেরকে অনলাইনে জ্ঞান অর্জনে সম্পৃক্ত থাকার মাধ্যমে মূল্যবান সময়ের সদ্ব্যবহার করার আহ্বান জানান। সেই সাথে বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে অনলাইনে সময়োপযোগী বিষয়ে এ কনফারেন্স আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তাছাড়া আলোচকবৃন্দের মধ্যে প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী বাংলাদেশ অনলাইনে মূল্যায়ন পদ্ধতি, প্রফেসর ড. আসিফ মাহবুব করিম মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা ক্ষেত্রে অনলাইনের ব্যবহার ও বাংলাদেশ প্রেক্ষিত, ড. ফজলুল রব্বানী অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা ক্ষেত্রে অনলাইন ব্যবহারের অভিজ্ঞতা, ড. লুৎফুর রহমান যুক্তরাজ্যে অনলাইন শিক্ষা নিয়ে আলোচনা করেন।
কনফারেন্সে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে উচ্চ শিক্ষার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে অনলাইনে উচ্চ শিক্ষা কার্যক্রমকে আরো সমৃদ্ধ করা সম্ভব।
বিডি প্রতিদিন/এনায়েত করিম