৮ জুলাই, ২০২০ ২০:৩৯

জনকল্যাণমূলক কর্মসূচি দিয়ে মানুষের পাশে থাকবো : আমু

নিজস্ব প্রতিবেদক

জনকল্যাণমূলক কর্মসূচি দিয়ে মানুষের পাশে থাকবো : আমু

ফাইল ছবি

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নতুন দায়িত্ব পাওয়া সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু জনকল্যাণমূলক কর্মসূচি দিয়ে দেশের মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।  

বুধবার তিনি এ দায়িত্ব পাওয়ার পর বিকেলে এক ভিডিও বার্তায় এ প্রত্যাশার কথা বলেন। তাকে এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি ১৪ দলের সাবেক মুখপাত্র মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করেন এবং তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের চেষ্টা করবেন বলেও জানান।

তিনি বলেন, আমি সবসময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে নানা আন্দোলন সংগ্রামে ছিলাম, শরিক দলগুলোর সঙ্গেও ছিলাম। আজ নেত্রী ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিলেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর