২০ সেপ্টেম্বর, ২০২০ ১২:২৩

সিঙ্গাপুরে ফিরে গেছেন ড. বিজন কুমার শীল

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে ফিরে গেছেন ড. বিজন কুমার শীল

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. বিজন কুমার শীল সিঙ্গাপুরে ফিরে গেছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বিজন কুমার শীল সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, এমপ্লয়মেন্ট ভিসার জন্য সিঙ্গাপুরে ফিরে যাচ্ছেন। ভিসা পেলে শিগগির বাংলাদেশে ফিরে আসতে পারবেন বলে তিনি আশাবাদী।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে গেছেন বিজন কুমার শীল। তার পর্যটক ভিসা আছে। কিন্তু এই ভিসায় বাংলাদেশে কাজ করা সম্ভব না। তাই ‘ই-ভিসা’ (এমপ্লয়মেন্ট ভিসা) নিতে তিনি সিঙ্গাপুরে গেছেন বলে গণস্বাস্থ্য কেন্দ্রকে জানিয়েছেন। সেখানে গিয়ে তিনি ই-ভিসার জন্য আবেদন করবেন। এই ভিসা নিয়ে দেড় থেকে দুই মাসের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আসতে পারবেন বলে আশাবাদী। বিজন কুমার শীল গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিজেন্ট-অ্যান্টিবডি কিটসহ বড় বড় প্রকল্পে যুক্ত ছিলেন।

বিজন কুমার শীল জন্মসূত্রে বাংলাদেশি হলেও বর্তমানে তিনি সিঙ্গাপুরের নাগরিক। তিনি পর্যটক ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এই ভিসার মেয়াদ গত ১ জুলাই শেষ হয়ে যায়।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর