ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সরকারের দলদাস হয়ে কাজ করছে। পত্রিকায় নিবন্ধ লিখে মতপ্রকাশের কারণে অধ্যাপক মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এটা অন্যায় ও অমানবিক। আজ তাকে যারা চাকরিচ্যুত করেছে তাদরকেও একটা সময় চাকরিচ্যুত করতে হবে। সময় হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদী যুব সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের সাথে জনগণের কোনো কাবিন নামা তথা ভোট দেয়ার সম্পর্ক নেই। সুতরাং তাদেরকে তালাক দেয়া যাবে না। বরং বিতাড়িত করতে হবে।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অধ্যাপক মোর্শেদ কলাম লিখে তো অন্যায় করেনি। কলামে যে কথা নিয়ে প্রশ্ন উঠেছে সেটা তিনি সাথে সাথেই প্রত্যাহার করেছেন। তবুও তাকে ধরা হলো।
বিডি-প্রতিদিন/শফিক